"সমুদ্র অর্থনীতি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।’’- এই লক্ষ্যকে সামনে রেখে ব্লু গ্রিন ফাউন্ডেশন বাংলাদেশ কাজ করছে। বাংলাদেশের রয়েছে ১১৮,৮১৩ বর্গ কিলোমিটার সুবিশাল সমুদ্র অঞ্চল, যা এ দেশের জন্য বিপুল সম্ভাবনার আধার।
বঙ্গোপসাগরের বিস্তীর্ণ উপকূল ও গভীর সমুদ্র বাংলাদেশের জন্য কতটা সম্ভাবনাময় তা সর্বসাধারণ এখনো উপলব্ধি করতে পারেনি। আবার সমুদ্রের অর্থনৈতিক উপযোগ গ্রহণ করতে গিয়ে প্রায়ই টেকসই উন্নয়ন ও পরিবেশগত প্রভাব উপেক্ষিত হয়।
ব্লু গ্রিন ফাউন্ডেশন বাংলাদেশ- বাংলাদেশে সমুদ্র সাক্ষরতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। জনসাধারণ ও নীতিনির্ধারণী পর্যায়ে সমুদ্রের অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক গুরুত্ব তুলে ধরতে কাজ করে যাচ্ছে এ সংগঠন এবং নিরন্তর গবেষণা, চর্চা আর নিবেদনের মাধ্যমে সমুদ্র অর্থনীতি নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
- ,