এই পৃথিবীর সকল মানুষ চির তারুণ্য লাভ করতে কত কিছুই না করে। সত্যি বলতে সবাই অমর হতে চাই।
মানুষ না পারলেও সামুদ্রিক প্রাণী "জেলিফিশ" পেরেছে। অভূতপূর্ব সংবাদ এটি।
বিজ্ঞানীদের মতে হাইড্রোজোয়ান পর্বের "Turritopsis nutricula" নামক জেলিফিশ হল অমর।তার অমরত্বের ঔষধ লুকিয়ে আছে এর জীবনচক্রে।সচারাচর প্রাপ্তবয়স্ক জেলিফিস লার্ভি(বাচ্চা) জন্ম দেয়।এই লার্ভি পরে পলিপ(ছোট জেলিফিস যা অবকাঠামোর মধ্যে লেগে থাকে) এ পরিণত হয়। পরবর্তীতে তা পূর্ণাঙ্গ জেলিফিশ হিসাবে প্রকাশ লাভ করে।শেষে আয়ুষ্কাল ফুরিয়ে গেলে মারা যায়।
কিন্তু এই Nutricula নামক জেলিফিশের জীবনকাল পুনরায় চক্রের মত ঘুরতে থাকে।একটি প্রাপ্ত বয়স্ক জেলিফিশ সহজে তার শারীরবৃত্তীয় কর্মকান্ডের মাধ্যমে পলিপ বা শিশু জেলিফিশে পরিণত হয়ে আবার শিশু অবস্থায় জীবনচক্র শুরু করে।আর এভাবে তার জীবনচক্রে পুনরাবৃত্তি হয়। যা তাকে চিরকাল বাঁচিয়ে রাখে।
লেখকঃ রাশেদুল ইসলাম
মেরিন সায়েন্স, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।