Categories

BLUE ECONOMY
CLIMATE
MYSTERIOUS OCEAN
OCEAN BASIC
OCEAN TECH
RESEARCH
UNCATEGORIZED
UNDERWATER LIFE

Free Online Course: Explore the Ocean To Explore the Planet Earth

দেশে প্রথম বারের মতো সমুদ্র সম্পর্কিত বিভিন্ন বিষয়কে সহজ ও সাবলীলভাবে উপস্থাপনের ধারাবাহিকতায় "Octophin Scientific Community" এবং "Blue Green Foundation, Bangladesh" সমুদ্র সম্পর্কিত শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে "Free Online Course" এর আয়োজন করতে যাচ্ছে।
লকডাউনের এই অলস দিনগুলোকে অর্থবহ করে তুলতে ৬ দিন ব্যাপী এই অনলাইন কোর্সে (১০ আগস্ট থেকে ১৫আগস্ট ) অংশগ্রহণ করে, আপনার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করুন।
এছাড়াও অংশগ্রহণ করে পাচ্ছেন নিম্নোক্ত সুবিধাঃ
১. অক্টোফিন সায়েন্টিফিক কমিউনিটি এবং ব্লু গ্রীন ফাউন্ডেশন কর্তৃক সার্টিফিকেট। যা আপনার সিভিকে করবে সমৃদ্ধ।
২. অক্টোফিন সংগঠনের সদস্য হওয়ার সুযোগ।
৩. সমুদ্রবিজ্ঞান বিষয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা ও গবেষণা করার দিকনির্দেশনা।
৪. মেরিটাইমে ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা।
৫. ভবিষ্যতে সমুদ্র সম্পর্কিত বিভিন্ন কর্মসূচি, সেমিনার, সভা, সমাবেশে অংশগ্রহণের সুযোগ।
কোর্সের বিষয়বস্তুঃ সমুদ্রকে জানার মধ্য দিয়ে আমাদের পরিবেশকে জানা।
সিলেবাসঃ
Module 1: Know the Ocean
Module 2: Marine Life and Resources
Module 3: Marine Ecosystem, Pollution and Management
Module 4: Marine Fisheries and Aquaculture
Module 5: Ocean and Climate Change
Module 6: Marine spatial planning
দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকেরা এই কোর্সের ক্লাস নেবেন।
শুধুমাত্র ৮০% ক্লাসে অংশ নিয়ে এবং পরীক্ষায় 50% নম্বর পেলেই আপনি পেয়ে যাবেন অক্টোফিন এবং ব্লু গ্রীন কর্তৃক সার্টিফিকেট এবং সমুদ্র সম্পর্কিত ভবিষ্যৎ কর্মসূচিতে অক্টোফিন মেম্বার হিসেবে যোগদানের সুযোগ।
সমুদ্র সম্পর্কে জানার মাধ্যমে ভবিষ্যৎ পৃথিবীকে নেতৃত্ব দিতে নিজেকে গড়ে তুলতে পারেন। সমুদ্রকে জানুন, জানুন প্রকৃতিকে। আমাদের ই গড়তে হবে নতুন এক পৃথিবী।
বিশ্বকে নেতৃত্ব দেওয়া বিষয় "সমুদ্রবিজ্ঞান" সম্পর্কে জানতে এবং ভবিষ্যতে কাজ করতে, নীচের লিঙ্কে দেওয়া ফর্মটি পূরণ করে আপনার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করুন।
লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf8FBuHG-lM0gcgTqzwQgh1eQwR4Rrmg-FJu7Oq7MVNjInIqQ/viewform

Comments

comments