Categories

BLUE ECONOMY
CLIMATE
MYSTERIOUS OCEAN
OCEAN BASIC
OCEAN TECH
RESEARCH
UNCATEGORIZED
UNDERWATER LIFE

সাগর দেখতে নীল কেন?

সাগর বা সমুদ্র বললেই আমাদের চোখে ভেসে ওঠে নীল জলরাশিময় একটি শান্ত পরিবেশ। কৌতূহলের বিষয় হল বিশুদ্ধ পানি দেখতে বর্ণহীন, কিন্তু সাগর দেখতে নীল!
কিন্তু কেন?
ব্যাপারটি ঘটে সূর্য থেকে আগত আলোকরশ্মির কারণে যা প্রকৃতপক্ষে সাত রঙের আলোর সমাহার। যখন এই আলোকরশ্মি সাগরের পানিতে এসে প্রবেশ করে তখন লাল,কমলা,হলুদ এইসব দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের আলো পানির মধ্যে দৃঢ়ভাবে শোষিত হয়ে যায়। কিন্তু ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের "নীল আলো" তেমনটা শোষিত না হয়ে প্রতিফলিত হয়। তখন আমরা সাগরের পানি নীল রঙের দেখতে পাই।

visible-spectrum-going-through-ocean-waters1

অপরদিকে, সাগরের পানিতে যদি অধিক পরিমাণ ময়লা,কাদা,শ্যাওলা বা দূষক পদার্থের উপস্থিতি থাকে তবে ঐ পানিতে এই নীল আলো বিকিরণের ব্যাপারটা ঘটতে পারেনা। কারণ কাদা,ময়লা এগুলো সবধরনের আলোকেই বিকিরণে বাঁধা দেয়। ফলে সাগরের পানি তখন বিভিন্ন রং (কালচে,সবুজ, হালকা হলুদাভ, ঈষৎ লাল ইত্যাদি) ধারণ করে।
নীলাভ সাগরের অপার সৌন্দর্যে নিরন্তর অবগাহন করতে চাইলে চলুন সমুদ্রকে দূষণমুক্ত রাখি!
তথ্যসুত্রঃ ১।http://www.scientificamerican.com/article/why-does-the-ocean-appear/

লেখকঃ সাফওয়ান বিনতে সাইফ সুপ্তি
ওশেনোগ্রাফী, ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

Comments

comments