Categories

BLUE ECONOMY
CLIMATE
MYSTERIOUS OCEAN
OCEAN BASIC
OCEAN TECH
RESEARCH
UNCATEGORIZED
UNDERWATER LIFE

Our Mission

সমুদ্র থেকে যত দূরেই মানুষ বসবাস করুক না কেন, তার জীবনে সমুদ্রের প্রভাব অনস্বীকার্য। সমুদ্র আমাদের গ্রহের হৃদপিন্ড। পৃথিবী পৃষ্ঠের প্রায় ৭১ ভাগ এলাকা সমুদ্রের অন্তর্ভুক্ত। জীবনদায়ী বাতাস, পান করার পানি, খাবার, নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য ও আরামদায়ক পণ্য ও সেবা- সবই সরাসরি বা পরোক্ষভাবে সমুদ্র থেকে আসে বা সমুদ্র পথে পরিবাহিত হয়।

বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় কিন্তু অবহেলিত এলাকা হল বঙ্গোপসাগর। আমাদের সমুদ্র উপকূল সামুদ্রিক জীববৈচীত্র, অবারিত সম্পদ ও শক্তির উৎস। এর সর্বোত্তম ব্যবহারের জন্য সমুদ্রের পরিবেশ, সম্পদ ও শক্তি সম্পর্কে সচেতনতা ও শ্রদ্ধার ক্ষেত্র তৈরি করা, জলজ জগতের জাদুকে গবেষণা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ব্লু গ্রিন ফাউন্ডেশন বাংলাদেশ অগ্রপথিকের ভূমিকা পালন করবে। সমুদ্র সচেতন বিজ্ঞানী, দার্শনিক, শিক্ষাবিদ, নীতি নির্ধারক ও ব্যবস্থাপক তৈরির মাধ্যমে টেক্সই জাতীয় উন্নয়ন নিশ্চিত করা ও সমুদ্র অর্থনীতি নির্ভর জাতি নির্মাণের অংশীদার হওয়াই ব্লু গ্রিন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্দেশ্য।

২০১৫ সালের ১৬ই ডিসেম্বর একদল প্রত্যয়ী স্বেচ্ছাসেবক নিয়ে ড. মোহাম্মদ মোস্লেম উদ্দিনের নেতৃত্বে ব্লু গ্রিন ফাউন্ডেশন বাংলাদেশ যাত্রা শুরু করে।
"সমুদ্র অর্থনীতি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।’’- এই লক্ষ্যকে সামনে রেখে ব্লু গ্রিন ফাউন্ডেশন বাংলাদেশ কাজ করছে। বাংলাদেশের রয়েছে ১১৮,৮১৩ বর্গ কিলোমিটার সুবিশাল সমুদ্র অঞ্চল, যা এ দেশের জন্য বিপুল সম্ভাবনার আধার। ঐতিহাসিকভাবে, সমুদ্র বন্দর আর আহরিত মৎস্য সম্পদ হচ্ছে বঙ্গোপ্সাগরের প্রধান দু'টি অর্থনৈতিক খাত। ইদানিং যোগ হয়েছে পর্যটন খাত।

বঙ্গোপসাগরের বিস্তীর্ণ উপকূল ও গভীর সমুদ্র বাংলাদেশের জন্য কতটা সম্ভাবনাময় তা সর্বসাধারণ এখনো উপলব্ধি করতে পারেনি। আবার সমুদ্রের অর্থনৈতিক উপযোগ গ্রহণ করতে গিয়ে প্রায়ই টেকসই উন্নয়ন ও পরিবেশগত প্রভাব উপেক্ষিত হয়। এর মূলে রয়েছে সমুদ্র সম্পর্কে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা, অসচেতনতা আর সমুদ্র কেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনার অভাব

ব্লু গ্রিন ফাউন্ডেশন বাংলাদেশ- বাংলাদেশে সমুদ্র সাক্ষরতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। জনসাধারণ ও নীতিনির্ধারণী পর্যায়ে সমুদ্রের অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক গুরুত্ব তুলে ধরতে কাজ করে যাচ্ছে এ সংগঠন এবং নিরন্তর গবেষণা, চর্চা আর নিবেদনের মাধ্যমে সমুদ্র অর্থনীতি নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।